গুচ্ছ ভর্তি পরীক্ষা : দুপুরে ভিসিদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী
আজ (২৭ ফেব্রুয়ারি) গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে ২২ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের (ভিসি) সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার দুপুর ২টায় এ সভা হওয়ার কথা রয়েছে।
সভায় ভিসিদের পাশাপাশি শিক্ষক সমিতির নেতারাও উপস্থিত থাকবেন। সেখানে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। দুই বছর আগে শুরু হওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার সুবিধা অসুবিধা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। কারণ এখনো এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি অনেক বিশ্ববিদ্যালয়। তাই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এর আগে ১৭ ফেব্রুয়ারি রাতে গুচ্ছ কমিটির সভায় ভিসিরা একসঙ্গে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সম্মত হন। সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে থাকতে আপত্তি করে। সভায় প্রাথমিক সিদ্ধান্ত হয়, আগামী জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শেষ করা হবে। ভর্তিচ্ছুরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।
ইউজিসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শিক্ষামন্ত্রী ২২ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ডেকেছেন। আজ এ সভা অনুষ্ঠিত হবে। এতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন উপস্থিত থাকবেন।
পিডিএস/মীর