ইবি ছাত্রী নির্যাতন ঘটনার তদন্ত প্রতিবেদন জমা
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হলে র্যাগিংয়ের নামে ছাত্রী নির্যাতনের ঘটনায় ইবি প্রশাসনের গঠিত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রেবা মন্ডলের নেতৃত্বাধীন কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেন।
গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। যা সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়।
একই সাথে বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা হল এবং পরবর্তীতে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটিও গঠন করা হয় ছাত্রী নির্যাতনের ঘটনায়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীকে র্যাগিংয়ের নামে রাতভর নির্যাতন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ হলের বেশ কয়েকজন ছাত্রী।