কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

ব্রুনাই বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার জান্নাতুল ফেরদৌস

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

ব্রুনাইয়ের বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভিজিটিং স্কলার হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ড. জান্নাতুল ফেরদৌসকে। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং সেক্রেটারি ডায়াং হাজাহ জোয়ান্নাহ বিনতি হাজি ইয়াকব স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ব্রুনাই বিশ্ববিদ্যালয়ে যোগদানের লক্ষ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

তিনি ভিজিটিং স্কলার হিসেবে ব্রুনাই বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রবেশাধিকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে ড. জান্নাতুল ফেরদৌস জানান, ‘এই অর্জন নিজের অভিজ্ঞতা বৃদ্ধি এবং শেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। আমি শেখার জন্য যাচ্ছি এবং আশা করছি, এই যোগ্যতা আমাকে বহুদূর এগিয়ে যেতে সহায়তা করবে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close