বেরোবি প্রতিনিধি :

  ২৭ জানুয়ারি, ২০২৩

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

ছবি : সংগৃহীত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হল শাখার উদ্যোগে মোট ১৪টি মন্ডপে এই পূজার আয়োজন করা হয়।

শিক্ষার্থী ছাড়াও রংপুরের বিভিন্ন জায়গার সনাতন ধর্মালম্বী মানুষ অংশ নেয় এই পূজায়। তারা বিভিন্ন মন্ডপ ঘুরে ঘুরে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করছেন। পুরো ক্যাম্পাস সরস্বতী পূজার আমেজে মুখরিত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক দীপা রায় সজ্জা বলেন, 'এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগকে একসঙ্গে করে বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে। আয়োজন করতে অনেক কষ্ট হলেও এই কষ্টের মধ্যেও অনেক ভালোলাগা কাজ করছে। আর রাত জেগে পূজার কাজ করার মজাই অন্যরকম। বিশ্ববিদ্যালয় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনকে একসঙ্গে করতে পেরে আমি আজ অনেক আনন্দিত।'

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধরঞ্জয় কুমার টগর বলেন, 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর ও এত বৃহৎ পরিসরে আয়োজন করার জন্য। পূজার আয়োজন এত সুন্দর ও সাজানো গোছানো হয়েছে যা দেখে অনেক ভালো লাগছে।'

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেরোবি,উৎসব,সরস্বতী পূজা উদযাপন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close