জা বি প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০২২

জাবিতে প্রশিক্ষণ কর্মশালা

ছবি : প্রতিদিনের সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ঈড়হংঃৎধরহঃং রহ ড়ঁঃ পড়সব নধংবফ বফঁপধঃরড়হ পঁৎৎরপঁষধস ফবাবষড়ঢ়সবহঃ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ব র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়া তার প্রশাসনের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে শিক্ষা কারিকুলাম, পাঠদান পদ্ধতি ও গবেষণার মানোন্নয়ন জড়িত। তিনি বিশ্বাস করেন আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বক্তব্য উপস্থাপন করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদভূক্ত ৮টি বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,কর্মশালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close