নুর নবী রবিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  ০৩ ডিসেম্বর, ২০২২

কক্ষ ভাঙচুর, ফোন ও কম্পিউটার চুরি 

চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়েছে। এ সময় কক্ষে থাকা ফোন ও ল্যাপটপ কম্পিউটার চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জড়িত গ্রুপ দুটি ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বিজয়।

এর মধ্যে ভিএক্স নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও বিজয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিজয় গ্রুপটি এফ রহমান হল নিয়ন্ত্রণ করছে। হলের দেয়ালে তারা তাদের গ্রপের নাম লিখে রেখেছে। শনিবার ভিএক্স গ্রুপ সদস্যরা তাদের নাম লিখতে চাইলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

বিজয় গ্রুপের এফ রহমান হলের নেতা আল আমিন বলেন, ‘তারা বহিরাগতদের দিয়ে গুলি চালিয়েছে। এরপর মুখ ঢাকা অবস্থায় হলে ঢুকে বিজয় গ্রুপের ছাত্রদের রুম ভাঙচুর করেছে। অনেকেই হলের রুম আটকা পড়েছিল।’

এদিকে ভিএক্স গ্রুপের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ভোরে বিজয়ের ছেলেরা আমাদের চিকা মুছে দেয়। ভিএক্সের কর্মীরা তার প্রতিবাদ করলে সংঘর্ষ বাঁধে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা ঘটনাস্থলে ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি এবং তদন্তসাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে তাদের একাডেমিক শাস্তির আওতায় নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,ছাত্রলীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close