reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২২

ইস্ট ওয়েস্টে নবীন-বরণ ও নতুন অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

দেশের অন্যতম প্রধান বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২০২২ সালের শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ এবং সদ্য নির্মিত অ্যাকাডেমিক ‘ফরাসউদ্দিন ভবন’-এর উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ১৪০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান এবং অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল হক মামুন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনটি অনুষদের ডিনরা। বক্তারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার নেবার পরামর্শ দেন। নবীনবরণ অনুষ্ঠান শেষে অতিথিরা অত্যাধুনিক সুবিধাসম্পন্ন নতুন দশতলা বিশিষ্ট ‘ফরাসউদ্দিন ভবন’-এর উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন,ইস্ট ওয়েস্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close