মো. আশিকুর রহমান শুভ, ঢাবি

  ২৬ সেপ্টেম্বর, ২০২২

ঢাবি বিজয় একাত্তর হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ কমিটি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এর আগে ফেব্রুয়ারিতে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি পদে সজীবুর রহমান সজীব এবং আবু ইউনুসকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠিত হওয়ার প্রায় সাত মাস পর সোমবার তা কমিটি পূর্ণাঙ্গ করা হয়।

এ কমিটিতে সহ-সভাপতি পদে ৪১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন ও বাকি ১০৬টি পদে সম্পাদক ও উপ-সম্পাদক, সহ-সম্পাদক এবং সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

সর্বশেষ, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ১৮টি হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন তৎকালীন ছাত্রলীগ নেতৃত্ব। ২০১৭ সালের ১৭ নভেম্বর হল কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হয়। ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন হলে এই কমিটিগুলো ভেঙে যায়।

গত ২ ফেব্রুয়ারি ২০২২ সালে হল ইউনিটগুলোতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে আংশিক কমিটি প্রকাশ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি বিজয় একাত্তর হল,ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close