reporterঅনলাইন ডেস্ক
  ০২ আগস্ট, ২০২২

জাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।

শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগ-ইন করে জাবির ‘বি’ ইউনিটের ফল দেখতে পারবেন। এছাড়া এখানে ক্লিক করুন এবং ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। জাবির বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ডেও এই ফল প্রকাশ করা হবে এবং ওয়েবসাইটে সংরক্ষিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল নাম্বারে এসএমএস’র মাধ্যমেও ফল জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, সোমবার (১ আগস্ট) জাবির ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর ৩৮৬টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ৪৮ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,সমাজবিজ্ঞান অনুষদ,বি ইউনিট,পরীক্ষার ফল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close