reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুলাই, ২০২২

ঢাবির ঘ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৮.৫৮ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ৮ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী।

ভর্তির যোগ্য বিবেচিত ৬ হাজার ১১১ জনের মধ্যে শেষ পর্যন্ত ১ হাজার ৩৩৬ জন মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এই ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১১ জুন অনুষ্ঠিত এ পরীক্ষায় ৭১ হাজার ২৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৬ হাজার ১১১ জন উত্তীর্ণ হয়েছেন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে ৪ হাজার ৮১১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৫ জন, এবং মানবিক বিভাগ থেকে ২৯৫ জন ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।

ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১০৩ দশমিক ৯৫ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছেন ঝিনাইদহের সরকারি কে. এম এইচ কলেজের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলী, ১০৩ দশমিক ৪৪ নম্বর পেয়ে মানবিক বিভাগে প্রথম হয়েছেন নটর ডেম কলেজের তানজিদ হাসান আকাশ। এছাড়া ৯৩ দশমিক ০১ নম্বর পেয়ে ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আয়শা জাহান সামিয়া ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম হয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাবি,ঘ ইউনিট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close