জাবি প্রতিনিধি

  ২৮ জুন, ২০২২

জাবিতে কলা অনুষদের সেমিনার অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধনকালে উপাচার্য বলেন, উচ্চমানের গবেষণা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি করতে পারে। এজন্য উচ্চমানের গবেষণা করতে হবে এবং সেসব গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষক পিংকি সাহা। উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেমিনার,জাবি,কলা অনুষদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close