শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয়

  ২১ জুন, ২০২২

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু ৩ জুলাই

প্রতীকী ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ৩ জুলাই (রবিবার) থেকে ১২ দিনের ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পাশাপাশি এ সময় ৪টি আবাসিক হলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অফিস ছুটি শুরু হবে আগামী ৫ জুলাই (মঙ্গলবার) থেকে।

ছুটির সময়ে আবাসিক হল খোলা থাকবে কি-না প্রশ্নের জবাবে তিনি বলেন, হল খোলা রাখার পরিস্থিতি আমাদের নেই৷ সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া।

তিনি আরও জানান, যথারীতি বিশ্ববিদ্যালয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নির্মিতব্য নতুন মসজিদে এবার ঈদের নামাজ হবে কি-না এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ছুটির মধ্যে জরুরি পরিষেবা চলমান থাকবে। ক্লাস-পরীক্ষার ছুটির আগে-পরে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ও শনিবার থাকায় ছুটি পাওয়া যাচ্ছে আরও ৪দিন। ছুটি শেষ হবে আগামী ১৪ জুলাই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,ঈদের ছুটি,অবকাশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close