এস এম আল-আমিন, চীন থেকে
২১ জুন, ২০২২
চীনে সেরা গ্র্যাজুয়েট সম্মাননা পেল বাংলাদেশি শিক্ষার্থী
ছবি: প্রতিদিনের সংবাদ
চীনের নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস বিশ্ববিদ্যালয়ের সেরা গ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন বাংলাদেশের কৃতি শিক্ষার্থী সুব্রত কুমার।
সোমবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সুব্রতের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে সেরা বিদেশি শিক্ষার্থী হিসেবে এক্সিলেন্ট স্টুডেন্ট এওয়ার্ডও গ্রহণ করেছিলেন।
উল্লেখ্য, সুব্রত কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং ২০১৮ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য চীনের নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস-এ ভর্তি হন। এইবছর সেখান থেকে গ্রাফিক ডিজাইনে সফলভাবে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন