জাবি প্রতিনিধি

  ১৯ জুন, ২০২২

জাবিতে বন্ধ হলো অভ্যন্তরীণ রুটের বাস সার্ভিস

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কে বিনামূল্যে যাতায়াত সুবিধা দেয়া বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের একাংশের দাবির মুখে ইঞ্জিনচালিত অটোরিকশা ফের চালুর পর প্রায় সাড়ে ৫ মাস ধরে চালু থাকা এই বাস সার্ভিস বন্ধ করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয় পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী বাস সার্ভিস বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ জানুয়ারি হতে ইঞ্জিনচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক চলাচল বন্ধ করে ক্যাম্পাসের অভ্যন্তরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ২টি বাস ট্রিপ চালু করা হয়েছিল। বর্তমানে ক্যাম্পাসে রিকশা-অটোরিকশা চলাচল নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পায়ে চালিত রিকশা, ইঞ্জিনচালিত রিকশা চলাচল করায় উক্ত বাস দুটির চলাচল ১৯ জুন থেকে বন্ধ করা হলো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,অভ্যন্তরীণ,বাস,বন্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close