গবি প্রতিনিধি

  ১৮ জুন, ২০২২

গবিতে ক্লাস শুরু, নতুন ভর্তি পাঁচ শতাধিক

ছবি : প্রতিদিনের সংবাদ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিভিন্ন বিভাগের এপ্রিল-২০২২ সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। শনিবার (১৮ জুন) একইসাথে নতুন ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

এর আগে গত ১৪ জুন রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ থেকে ক্লাস শুরুর বিষয়টি নিশ্চিত করেন। তার ধারাবাহিকতায় প্রায় সকল বিভাগ শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।

তবে দেরিতে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার কারণে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ২৫ জুন থেকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হবে বলে জানা গেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, চলতি সেমিস্টারে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সাম্প্রতিক কয়েক বছরের তুলনায় যা অনেক বেশি। ভর্তি বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এ সাফল্য এসেছে বলে জানান কমিটির একজন সদস্য।

প্রসঙ্গত, অক্টোবর-২১ সেশনের পরীক্ষা গত ২৩ মে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলে। এরপর বিভিন্ন বিভাগে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়, যা দুয়েকটি বিভাগ ব্যতীত এক সপ্তাহের মাঝে সম্পন্ন হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গবি,নতুন ভর্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close