বশেমুরবিপ্রবি প্রতিনিধি

  ২৬ মে, ২০২২

দুর্বল ওয়েবসাইট নিয়ে ভোগান্তিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

ছবি : প্রতিদিনের সংবাদ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুর্বল ওয়েবসাইটের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

ওয়েবসাইটটির গতি খুবই ধীর হওয়ায় শিক্ষার্থীরা প্রযুক্তিগত এই মাধ্যম থেকে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে প্রায় সময় শুধু কালো পর্দা ভেসে উঠে। মূল ওয়েবসাইট আসে না৷ এই সমস্যা দীর্ঘদিন ধরে চললেও এর সমাধানে কর্তৃপক্ষের তোরজোর নেই।

এ বিষয়ে জানতে চাইলে সিস্টেম এনালিস্ট বি এম আরিফুল ইসলাম বলেন, আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করেছিল তখনকার সময়ের সহকারী প্রোগ্রামার। তাকে তৎকালীন ভিসি নাসির স্যার দায়িত্ব দিয়ে ওয়েবসাইট বানানোর কাজটি করিয়েছিলেন৷ ওই কোডিংটাই এখন পর্যন্ত আছে, যেটি পরবর্তিতে আর পাল্টানো হয়নি৷

নতুন ওয়েবসাইট করার বিষয়ে তিনি জানান, নতুন একটা ইন্টারনেট ব্যবস্থাপনা কমিটি করে দেয়া হয়েছে৷ এই কমটিতে আছেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন৷ আমরা শিগগিরই ওয়েবসাইট পাল্টানোর ব্যাপারে কাজ করবো৷ আমাদের ডাটাবেজ কনভার্টের কাজ চলছে৷ আশাকরি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে৷

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্যাম্পাস,বশেমুরবিপ্রবি,ওয়েবসাইট,শিক্ষার্থী,গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close