ঢাবি প্রতিনিধি

  ২৪ মে, ২০২২

ঢাবিতে ছাত্রদলের ওপর হামলা, উত্তপ্ত ক্যাম্পাস 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর এলাকায় ছাত্রদলের ওপর পরপর হামলা হয়েছে। এতে ছাত্রদলের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে ছাত্রদল নেতারা। বর্তমানে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে লাঠিসোটা নিয়ে অবস্থান করছে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ মিনার এলাকা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল পিছু হটলেও বেলা ১১টার দিকে দোয়েল চত্বর এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা আবারও জড়ো হওয়ার চেষ্টা করে। তখন দ্বিতীয় দফায় দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

এতে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ছাত্রদলের ৪জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান দলটির নেতারা।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও গত রবিবার টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা হয়। এর প্রতিবাদের মঙ্গলবার ছাত্রদল মিছিল বের করে শহীদ মিনার হয়ে ক্যাম্পাস প্রবেশ করে। এ সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল শহীদ মিনার এলাকা হয়ে ক্যাম্পাসে ঢুকছিলাম। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধা দেয়। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রড, স্ট্যাম্প, হকস্ট্রিক ও ছুরি নিয়ে আমাদের ওপর আক্রমণ চালানো হয়।

তিনি বলেন, ছাত্রলীগের হামলায় আমাদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক ইজাজুল করিম ও সদস্য মানুসূরা গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারাসহ অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানাই।

ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, জসিম উদ্দিন হল, জগন্নাথ হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। আমাদের ৩০-৪০ জন হাসপাতালে ভর্তি। নেতাকর্মীদের চিকিৎসা দিয়ে আমরা আবারও ক্যাম্পাসে ঢুকব এবং আন্দোলন চালিয়ে যাব।

এ হামলা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ হামলা করেনি। বরং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে ছাত্রদল। ছাত্রদল অছাত্রদের নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তা শান্তিপূর্ণভাবে প্রতিহত করে। আর সাধারণ শিক্ষার্থীদের প্রতি ছাত্রলীগ সমর্থন জানিয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলে উত্তপ্ত ক্যাম্পাস। পরবর্তীতে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close