ইবি প্রতিনিধি

  ২৪ মে, ২০২২

৫ দিনের গ্রীষ্মকালীন ছুটি পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

ফাইল ছবি

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বলেন, ৯ ও ১০ জুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছুটি থাকায় আগামী ১১ জুন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে। এছাড়াও ২ ও ৩ জুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছুটি থাকায় শিক্ষার্থীরা মোট ৯ দিন ছুটি পাচ্ছেন। এই বন্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খোলা থাকছে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী- পহেলা জুন থেকে ১৩ জুন পর্যন্ত মোট ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত ৯ দিন দাফতরিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সেই ছুটি কমিয়ে ৪ থেকে ৮ জুন পর্যন্ত করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি শিক্ষার্থী,গ্রীষ্মকালীন ছুটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close