জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ১৮ মে, ২০২২

জাবিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি প্রতিদিনের সংবাদকে জানান, আগামী ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন চলবে। এ বছর ভর্তি পরীক্ষা ১০টি ইউনিটের পরিবর্তে ৫টি ইউনিটে অনুষ্ঠিত হবে। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের আবেদন ফি প্রতিটির জন্য ৯০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,ভর্তি পরীক্ষা,জাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close