শাবিপ্রবি প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২২

অভিভূত ড. জাফর ইকবাল

‘৩৪ ভিসি একসঙ্গে পদত্যাগ করবেন, আমার দেখা খুব শখ’

ছবি : প্রতিদিনের সংবাদ

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‌তোমরা টের পাচ্ছ না তোমরা কী করেছ। এটাই আমার খুব দুঃখ। তোমাদের আন্দোলেনে বাংলাদেশের ৩৪ জন ভিসির ঘুম হারাম হয়ে গেছে। এই ইউনিভার্সিটির ভিসি যদি পদত্যাগ করেন তাহলে তারা সবাই পদত্যাগ করবেন। এটা দেখার খুবই শখ আমার।

বুধবার (২৬ জানুয়ারি) ভোরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, আমাদের এরকম ভাইস-চ্যান্সেলররা আছেন, যাদের আদর্শ এত বেশি যে উনারা অন্যের সহমর্মিতায় নিজেরা পদত্যাগ করবেন, কিন্তু আমার মনে হয় না আমার এ আশা সহজে মিটবে। তোমরা বড় ধরনের নাড়া দিয়েছ। এখন কাউকে কোথাও ভিসি পদে বসানো হলে তার যোগ্যতা নিয়ে সবাই চুলচেরা বিশ্লেষণ করবে।

তিনি আরও বলেন, আমি অনেক কিছু জানি, কিন্তু জনসম্মুখে বলতে চাই না। কারণ নিজেদের দুর্বলতার কথা বলতে ভালো লাগে না। তোমাদেরকে শুধু এটুকু বলতে চাই, তোমরা যেটা করেছ তার তুলনা নেই। এই আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটা যুবক ছেলেমেয়ে তোমাদের সঙ্গে আছে।

শিক্ষার্থীদের অনশন ভাঙাতে ঢাকা থেকে বুধবার ভোর চারটায় ক্যাম্পাসে এসে পৌঁছান অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রবি,শিক্ষার্থী,আন্দোলন,৩৪ ভিসি,ড. জাফর ইকবাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close