শাবিপ্রবি প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২২

আমরণ অনশনে অসুস্থ শাবিপ্রবির এক শিক্ষার্থী

ছবি : প্রতিদিনের সংবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী কাজল দাস।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর একটার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যকে দায়ী করে শিক্ষার্থীরা চতুর্থদিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেন বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপাচার্য,পদত্যাগ দাবি,শিক্ষার্থী,শাবিপ্রবি,অনশন,অসুস্থ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close