শাবিপ্রবি প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২২

নারী শিক্ষকদের নিয়ে আপত্তিকর মন্তব্যে

শাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আন্দোলন চলাকালে শিক্ষকদের সাথে অশোভন আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন করেন শিক্ষকরা। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে বেশ কয়েকজন কর্মকর্তাও অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা ‌‘আমরা শিক্ষক, আমরা চাকর! সহকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানাই’, ‘নারী শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য সমগ্র নারী শিক্ষকদের কলঙ্কিত করছে’, ‍‘স্টপ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন টিচার্স’, ‘শিক্ষকেরা মেরুদণ্ডহীন, আদর্শহীন, দালাল! আমাদের সন্তানদের মন্তব্য’, ‘যাদের জীবন গড়ে দিতে আমাদের পাঠদান, সেই আমরা চাকর! মেরুদণ্ডহীন!’ প্রভৃতি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন বলেন, আমরা সাধারণ শিক্ষক। আমরা সম্মানের জন্য কাজ করি এবং সম্মানের জন্যই এ পেশায় এসেছি। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা ২০২২ সালে এসে কেন এ অপমানের শিকার হবো। আমরা কেমন শিক্ষার্থী তৈরি করছি যে, আমাদের নিয়ে যা খুশি তাই বলবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিনি বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা লজ্জিত, দুঃখিত ও মর্মাহত। হামলা কে বা কারা করেছে এটি নিয়ে তদন্ত হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্র এ তদন্তের কাজ করতে পারে।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান বলেন, আমরা দল-মত-নির্বিশেষে সাধারণ শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীদের কর্মকাণ্ডে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। নারী সহকর্মীদের অশালীন ভাষায় গালি দেওয়া হচ্ছে, তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। আমার সহকর্মী যখন কান্না করে বলে, ভাই আমি এ কি এ রকম? কিভাবে পরিবারের কাছে মুখ দেখাবো? তখন আমরা বসে থাকতে পারি না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা আমাদেরই সন্তান। আমরা মনে মনে তাদের ক্ষমা করে দিয়েছি। তাদের কাছে আমাদের একটাই দাবি, তাদের মনে শুভ বুদ্ধির উদয় হোক।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপড ড. মো. কবীর হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামসুন্নাহার বেগম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রবি,শিক্ষকদের,প্রতিবাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close