জাবি প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২২

অনলাইনে হবে জাবি দিবসের অনুষ্ঠান

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সশরীরের পরিবর্তে অনলাইনে পালন করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১২ জানুয়ারি) দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠান অনলাইনে আয়োজিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ১০ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনলাইনে যুক্ত হয়ে বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান, একক পরিবেশনা, রঙ্গম-মাইম একাডেমির পরিবেশনায় মূকাভিনয় এবং বাংলাদেশের পুতুলনাট্য ও উন্নয়ন গবেষণা কেন্দ্রের পরিবেশনায় পুতুলনাট্য মঞ্চায়ন হবে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এস আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনলাইন,জাবি দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close