ইবি প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০২১

ইবিতে শীতকালীন ছুটি বাতিল

করোনায় দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে এ বছর শীতকালীন ছুটি বাতিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা উপ-রেজিস্ট্রার এ. টি. এম. এমদাদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১ বছর ৭ মাস বন্ধ ছিল। ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা হ্রাস পাওয়ায় সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর তারিখ হতে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে হারিয়ে যাওয়া এই মূল্যবান সময়ের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি (২৮ডিসেম্বর হতে ৫ জানুয়ারী পর্যন্ত) বাতিল করেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,শীতকালীন,ছুটি বাতিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close