reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

এ বছর পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার

এসএসসি পরীক্ষার ৩০ দিনের মধ্যে ফল : শিক্ষামন্ত্রী

১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এ বছর সারাদেশের তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হলো ১৮ লাখ ৯৯৮ জন। তিন লাখ এক হাজার ৮৮৭ জন দাখিল পরীক্ষায় অংশ নেবে। আর ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দেবে।

শিক্ষামন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন, প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি, কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

দীপু মনি বলেন, পরীক্ষায় বিদেশ থেকে ৯টি কেন্দ্রে ৪২৯ জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহণ করবে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রগুলো হলো- জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলীর বাংলাদেশ কমিউনিটির স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাশহুর উল হক মেমোরিয়াল হাই স্কুল, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাহরাইনের বাংলাদেশ স্কুল, আরব আমিরাতের বাংলাদেশ ইসলামিয়া স্কুল, ওমানের বাংলাদেশ স্কুল ও গ্রিসের এথেন্সের একটি স্কুল।

জেদ্দা কেন্দ্রে ৯৮ জন, রিয়াদে ৫৩ জন, ত্রিপোলীতে ৩ জন, দোহায় ৮০ জন, আবুধাবিতে ৪৩ জন, দুবাইয়ে ৪৬ জন, বাহরাইনে ৭১ জন, ওমানের সাহামে ৩৪ জন ও গ্রিসের এথেন্সে ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন (স্মার্টফোন ছাড়া) ব্যবহার করতে পারবেন। প্রশ্নপত্র ফাঁস রোধে ফয়েল পেপারে মোড়ানো প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে এবং পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে হচ্ছে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে।

তবে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা কবে হবে সে বিষয়ে পরে জানানোর কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন,কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসএসসি পরীক্ষা,শিক্ষামন্ত্রী,ডা. দীপু মনি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close