জাবি প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০২১

জাবিতে সশরীরে ক্লাস শুরু

ছবি : প্রতিদিনের সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেওয়ার পর এবার সশরীরে ক্লাস শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। এর আগে গত ১১ অক্টোবর আবাসিক হল খুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক কলা ও মানবিক অনুষভূক্ত দর্শন ও ইংরেজি বিভাগ, সমাজবিজ্ঞান অনুষদভূক্ত সরকার ও রাজনীতি ও পরিসংখ্যান বিভাগ এবং আইআাইটি ইনস্টিটিউটে ক্লাস পরিদর্শন করেন। আইআইটিতে পরিদর্শনকালে উপ উপাচার্যদ্বয় ফুল দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানান।

এ সময় উপ উপাচার্য ড. মো. নূরুল আলম বলেন, ভালো থাকার জন্য স্বাস্থ্য সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ইংরেজি বিভাগের সভাপতি সাবেরা সুলতানা, পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীল কবীর, সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসরীন সুলতানা, আইআইটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার বিভিন্ন বিভাগ পরিদর্শনের সময় উপ-উপাচার্যদ্বয়ের সঙ্গে ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ক্লাস শুরু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close