রায়হান তন্ময়, জবি

  ১৯ অক্টোবর, ২০২১

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জগন্নাথে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে উপাসনালয়সহ সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীমা বেগমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জবি নীল দলের সভাপতি অধ্যাপক মো. জাকারিয়া মিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল প্রমুখ ।

বক্তারা বলেন, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যপুস্তকে যে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তারা বলেন, পাঠ্যপুস্তকে কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম এই বিভাজন থাকবে। পাঠ্যপুস্তকে বিভাজনের নীতি নয় পাঠ্যপুস্তক হবে মানবতার নীতি, একতার নীতি। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মনে যে ভয়, শঙ্কা দেখা দিয়েছে তা থেকে তাদেরকে বের করে আনা। আমরা সবাই তাদের পাশে আছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হামলার প্রতিবাদ,জগন্নাথ,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close