দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০২১

পবিপ্রবিতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে দুপুর ১২টায় পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হলসমূহ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর 'বি' ইউনিট এবং ১ নভেম্বর 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভর্তি পরীক্ষা,পবিপ্রবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close