জাবি প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০২১

জাবিতে ২ হাজার জনকে করোনার টিকা প্রদান

ছবিঃ জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু’হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে করোনার টিকা দেয়া হয়েছে। জাবি’র ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে তিনদিনব্যাপি এ টিকাদান কর্মসূচীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিকাদান কর্মসূচির সমন্বয়ক ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুন এ তথ্য জানান।

তিনি আরো জানান, আমাদের সংগ্রহে সাত হাজার টিকা ছিল। অব্যবহৃত টিকা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেয়া হয়েছে। ২৮ দিন পরে বিশ্ববিদ্যালয়ে আবারও টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। তখন তারা আমাদের টিকা দেবে। আর আমাদের অস্থায়ী কেন্দ্র থেকে যারা টিকা নিলেন তারা তখন বিশ্ববিদ্যালয় থেকেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সূত্র জানায়, গত ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রম চলে। এই কেন্দ্র থেকে প্রায় দুই হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী টিকা গ্রহণ করেছেন। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্ম সনদ ব্যবহার করে টিকা নিতে পেরেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবিতে করোনার টিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close