গাজূপুর প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০২১

বারি’তে বিজ্ঞানীদের আয়কর রিটার্ন দাখিল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে বিজ্ঞানীদের জন্য আয়কর রিটার্ন দাখিল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্টিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকালে বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। গাজীপুর কর অঞ্চলের উপ কর কমিশনার মঞ্জুরুল হাসান মেহেদী কর্মশালায় অংশগ্রহণকারী বিজ্ঞানীদের প্রশিক্ষণ প্রদান করেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ বারি’র বিভিন্ন পর্যায়ের ৪০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সার্বিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রশিক্ষণ,কর্মশালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close