reporterঅনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর, ২০২১

জাবির ৪৯ শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)’র বিভিন্ন অনুষদের ৪৯ জন শিক্ষক আন্তর্জাতিক সংস্থা আলপার-ডগার (এডি) বৈজ্ঞানিক সূচকের বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন।

রবিবার (১০ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্স নামে আন্তর্জাতিক খ্যাতনামা এ সংস্থা সারা বিশ্বের সাত লাখেরও বেশি বিজ্ঞানী ও গবেষকের সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে।

র‌্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের সাত লাখ আট হাজার ৪৮০ জন, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো থেকে এক লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের ১৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত পাঁচ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়।

এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন শিক্ষক প্রকাশিত আর্টিকল, সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের বিবেচনায় এ তালিকায় স্থান পেয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,বিশ্বসেরা বিজ্ঞানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close