জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০২১

জাবির সাবেক উপ-উপাচার্য আফসার উদ্দীন মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আফসার উদ্দীন মৃত্যুবরণ করেছেন। শনিবার (৯ অক্টোবর) বেলা একটার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আফসার আহমদ নামে সমধিক পরিচিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার যশোর থেকে বিমানে ফেরার পথে অধ্যাপক আফসার উদ্দীন অসুস্থ্যবোধ করেন। এজন্য তিনি ঢাকায় নেমে উবার গাড়িতে চড়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান। তিনি স্ত্রী, এক কন্যা, সহকর্মী, শিক্ষার্থী এবং অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার উদ্দীনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপ-উপাচার্য,আফসার উদ্দীন,মারা গেছেন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close