ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ছবি : প্রতিদিনের সংবাদ

সর্বোচ্চসংখ্যক পেন্সিল ৩০ সেকেন্ডের মধ্যে এক হাতের উপরে ব্যালেন্স করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম।

শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি জানানো হয় মনিরুলকে। চলতি বছরের ৩ জুন তিনি এটি করেছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে মনিরুল জানান, আমি ব্যতিক্রম কিছু করতে চেয়েছিলাম। ইউটিউবে নানা বিষয় দেখে সেখান থেকে আমি চিন্তা করি এটা করার। এর আগে এই বিষয়ের রেকর্ডটাও বাংলাদেশের একজনের। তার নাম সিয়াম। থাকেন ঢাকার মিরপুরে। রেকর্ডটি করতে গিয়ে ৫০ টি পেন্সিল কিনি আমি অনুশীলনের জন্য। প্রথম দিকে পারছিলাম না। কিন্তু বাবা-মা আর বন্ধুদের অনুপ্রেরণায় আমি বারবার চেষ্টা করি এবং সফল হই। তিনি আরও বলেন, প্রথমে গিনেস রেকর্ডের ওয়েবসাইটে আমি আবেদনের নিয়মকানুনগুলো পড়ি। এরপর সে অনুযায়ী ভিডিও করে পাঠাই। একমাসের মধ্যে সার্টিফিকেটটি হাতে পাবো বলে নিশ্চিত করেছে তারা। এছাড়া আরও কয়েকটি ইভেন্টের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি।

মনিরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা তিনি। বাবা জহিরুল ইসলাম এবং মাতা খায়রুন নাহার। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নজরুল বিশ্ববিদ্যালয়,শিক্ষার্থী,গিনেস ওয়ার্ল্ড,রেকর্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close