গাজীপুর প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০২১

বাউবি’র বিএ-বিএসএস পরীক্ষা শুরু আগামীকাল

ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএ/বিএসএস) ২০১৯ সালের পরীক্ষা আগামীকাল (২৪ সেপ্টেম্ব), শুক্রবার থেকে শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাউবি'র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, কোভিড-১৯ অতিমারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সঙ্গে সঙ্গেই এ পরীক্ষাটি স্বল্পতম সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কলেজে মোট ৩২৩টি পরীক্ষা কেন্দ্রে সিমেস্টারভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৮৭ হাজার ৫শ ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে দুই লাখ ২৫ হাজার ৩শ ৯০ জন ছাত্র এবং ১ লাখ ৬২ হাজার ২শ ৫ জন ছাত্রী অংশগ্রহণ করবে।

প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয় হতে ভিজিল্যান্স টিম প্রেরণ, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। আগামী বছরের ৮ জানুয়ারি পরীক্ষা শেষ হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাউবি,বিএ,বিএসএস পরীক্ষা,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close