reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুলাই, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ৫০০ দিনের মাথায় ফের বাড়ল ছুটি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। একটানা বন্ধের ৫০০তম দিন পূর্ণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এদিনই আবার নতুন করে প্রেস বিজ্ঞপ্তিতে ছুটির বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালো শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং কঠোর বিধিনিষেধ কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,শিক্ষাপ্রতিষ্ঠান,ছুটি,ফের বাড়ল,৩১ আগস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close