reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০২১

বন্ধই থাকছে কওমি মাদ্রাসার ক্লাস-পরীক্ষা

ঢাকার একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

দেশের সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর পরিপ্রেক্ষিতে কওমি মাদ্রাসাগুলোতে ২৯ মে পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

কোভিড ১৯-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে চলমান এই ছুটি বাড়ানো হয়েছে বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


আরও পড়ুন : বাড়ল প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও


শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বে চলমান করোনা মহামারিতে সম্প্রতি সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এবং কোভিড-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের সব কওমি মাদ্রাসা ২৯ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময়ের মধ্যে কওমি মাদ্রাসায় সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে। বন্ধের দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্লাস-পরীক্ষা,কওমি মাদ্রাসা,শিক্ষা মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close