গবি প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২১

গবিতে 'বাংলা ভাষা আন্দোলন ও তার পূর্বাপর' বিষয়ক সেমিনার

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘বাংলা ভাষা আন্দোলন ও তার পূর্বাপর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজনীতি ও প্রশাসন বিভাগের উদ্যোগে একাডেমিক ভবন মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন রাজনীতি ও প্রশাসন বিভাগের অধ্যাপক আতাউর রহমান খান। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।

ভাষার মাসকে কেন্দ্র করে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী।

মূল প্রবন্ধে তিনি বলেন- ‘বাংলা ভাষা আন্দোলন এবং তার পূর্বাপর’ প্রবন্ধে বাংলা ভাষা আন্দোলনের সঙ্গে ভিন্ন একটি যোগাযোগ বা সম্পর্ক খূঁজে দেখার চেষ্টা করা হয়েছে।

এছাড়া বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি সত্তর বছরেও সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে না পারার নানা দিক তিনি তুলে ধরা হয়েছে প্রবন্ধে। পরে প্রবন্ধের উপর মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলা ভাষা,আন্দোলন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close