জাবি প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০২১

জাবি ছাত্র ইউনিয়ন সভাপতিকে আজীবন বহিষ্কার

বিভাগীয় সভাপতির স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতির অভিযোগে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মিখা পিরেগুকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

গত বছরের ১৮ নভেম্বর অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ পরীক্ষার অনুমতির জন্য আবেদনপত্রে বিভাগীয় সভাপতির স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে মার্কেটিং বিভাগ ৪৪ ব্যাচের শিক্ষার্থী মিখা পিরেগুকে স্থায়ী বহিষ্কার করা হয়। ছাত্র শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এর ৩(২) (ক) ধারা অনুযায়ী তাকে সিন্ডিকেটের দিন হতেই বহিষ্কার করা হয়।

এ বিষয়ে মিখা পিরেগু গণমাধ্যমকে বলেন, আমি ফটোকপি জমা দিয়েছিলাম, তাই বিভাগ ক্লেইম করেছে। আর সেই ক্লেইমের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে। আমি এর বিরুদ্ধে রিভিউ আবেদন করেছি।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ছাত্র ইউনিয়ন,সভাপতিকে বহিষ্কার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close