জাবি প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২১

করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত দুইটার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক এস এম সাদাত হোসাইন এ তথ্য জানান।

মারা যাওয়া শিক্ষার্থী মারুফ হোসেন মিনা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে থাকতেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে।

সাদাত হোসাইন জানান, সর্দি-জ্বরে আক্রান্ত হলে মারুফ ফার্মেসী থেকে এন্টিবায়োটিক খাওয়া শুরু করে। অবস্থা খারাপ হলে সম্প্রতি তাকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর প্রসাব বন্ধ হয়ে গেলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,জাবি শিক্ষার্থী,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close