reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২১

৭৫ শতাংশ শিক্ষার্থী স্কুল খুলে দেয়ার পক্ষে : গবেষণা

৭৫ শতাংশ শিক্ষার্থী দ্রুত স্কুল খুলে দেয়ার পক্ষে সম্মতি জানিয়েছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে শিক্ষাকার্যক্রম চালানোর পক্ষে মত দিয়েছেন ৭৬ শতাংশ অভিভাবক। এছাড়া ৬২ শতাংশ শিক্ষক চলমান সিলেবাস সংক্ষিপ্ত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে মত দিয়েছেন।

মঙ্গলবার এডুকেশন ওয়াচের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য তুলে জানানো হয়েছে। তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

এছাড়া আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়াসহ ৬ দফা সুপারিশ তুলে ধরা হয়।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গবেষণা,শিক্ষার্থী,করোনাভাইরাস,স্বাস্থ্যবিধি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close