চবি প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০২০

চবি শিক্ষার্থীরা বিনামূল্যে মাসিক ১৫ জিবি পেতে যা করবেন

অনলাইন ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি মাসিক ১৫ জিবি করে বিনামূল্যে ডাটা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। ফ্রী ডাটা সরবরাহ করবে রবি আজিয়াটা লিমিটেড।

গত ৯ অক্টোবর এক সভায় সিদ্ধান্তটি গৃহীত হয়। সর্বশেষ সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী কিভাবে এই বিনামূল্যে ডাটা সুবিধা নিতে পারবেন তা জানিয়ে দেওয়া হয়।

রেজিস্ট্রেশনের শর্ত ও নিয়মাবলি

১. সুবিধাটি ভোগ করার জন্য সবার প্রথমে শিক্ষক-শিক্ষার্থীর দরকার হবে রবি অথবা এয়ারটেল সীম। ২. তারপর forms.gle/myynHvy6f7RBxCtG7 এই লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফরমে দেওয়া রবি/এয়ারটেল নাম্বারে পৌঁছে যাবে বিনামূল্যে মাসিক ১৫ জিবি করে ডাটা।

৩. ডাটা দিয়ে ব্যবহার করা যাবে জুম, গুগল ড্রাইভ, বিডি রেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু।

৪. বর্তমান শিক্ষার্থী (১৪-১৫ সেশন থেকে ১৯-২০ সেশন ) এবং শিক্ষক এই সুবিধা ভোগ করতে পারবেন।

৫. একজন শিক্ষার্থী একটা সীমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

৬. প্রথম মাসের অব্যবহৃত ডাটা পরবর্তী মাসে যুক্ত হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,চবি,বিনামূল্যে ইন্টারনেট,রবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close