রাবি প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২০

কিডনি সমস্যায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন

কিডনিজনিত সমস্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবদুল্লাহ আল মামুন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের (২০১৫-১৬) সেশনের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মামুন শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে তার সহপাঠী আলাউদ্দীন বলেন, দীর্ঘদিন কিডনি সমস্যা, ফুসফুসে পানি জমাসহ আলসার এবং জন্ডিসে আক্রান্ত ছিল মামুন। আগে থেকেই আক্রান্ত থাকলেও সপ্তাহ খানেক ধরে সমস্যাটি বেশি দেখা যায়। পরে রামেকে পরীক্ষা করলে এ রোগগুলো ধরা পড়ে। এরপর দুটি ডায়ালোসিস করা হয়। আরেকটি ডায়ালোসিস করার আগেই ওর মৃত্যু হয়।

আজ বিকাল সাড়ে ৪টায় রাজশাহী বিমানবন্দরের পাশে মামুনের নিজ বাসভবনে দাফন সম্পন্ন করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষার্থীর মৃত্যু,কিডনি,রাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close