চবি প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২০

চবিতে অধ্যাপক শাহ আলমের শোকসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, অনুষদের প্রাক্তন ডিন ও আইন কমিশনের সাবেক সভাপতি অধ্যাপক ড. এম শাহ আলমের স্মরণে শোকসভা, কোর‌আন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চবি আইন বিভাগের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আইন অনুষদের গ্যালারিতে এই সভা হয়।

অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন—বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, বিভাগের অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক ড. মঈন উদ্দীন ও ফারজানা ইয়াসমিন এবং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিওটিএল)-এর পরিচালক অধ্যাপক ড. নাসিম হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক শাহ আলমের হাত ধরে আইন বিভাগের যাত্রা শুরু করে দেশসেরা আইন বিভাগে পরিণত হয়েছে। তার নেতৃত্বগুণে বিশ্ব আজ এ বিভাগকে চেনে। তার প্রয়াণে বাংলাদেশের আইন অঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে।

আইন কমিশনের চেয়ারম্যান থাকাকালে জাতির জন্য সরকারের কাছে ৩৯টি সুপারিশ করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনক সেগুলো বাস্তবায়ন হয়নি। অন্তত তার স্মৃতিকে জীবন্ত রাখার জন্য হলেও কিছু সুপারিশও যেন বাস্তবায়ন জরা হয়।

অনুষ্ঠান থেকে আইন কমিশনের সাবেক এই চেয়ারম্যানের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দুআ ও মোনাজাত করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,শোকসভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close