অনিরুদ্ধ বিশ্বাস, খুবি

  ১৫ সেপ্টেম্বর, ২০২০

​আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন খুলনা বিশ্ববিদ্যালয়

জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। সোমবার টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুবির বিতর্কবিষয়ক সংগঠন নৈয়ায়িকের ত্রিমাত্রিক দলের বিতার্কিকরা।

চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল, এই সংসদ (বাংলাদেশ), গণমাধ্যমকে ফেসবুকে সংবাদ প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে সীমাবদ্ধ করবে। এতে খুবির বিতার্কিকরা বিরোধী দলের ভূমিকা পালন করেন। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা মনোনীত হন বিরোধী দলীয় নেতা আল-মুমিন খান স্নেহ। খুবির বিতর্ক দলের বাকি সদস্যরা হলেন অসিত কুমার দত্ত এবং সৌমিক রহমান। এছাড়া, সম্পূর্ণ প্রতিযোগিতায় অসিত কুমার দত্ত ৫ম সেরা বিতার্কিক এবং আল মুমিন খান স্নেহ এবং সৌমিক রহমান উভয়েই ৭ম সেরা বিতার্কিক হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘আরইউএমসিএস ক্রেডেন্স’ সংসদীয় ধারায় এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে। গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ২৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা বিশ্ববিদ্যালয়,বিতর্ক,চ্যাম্পিয়ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close