জাবি প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০২০

জাবিকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিলো এসএমসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে সোস্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)।

রোববার এসএমসির পক্ষে কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের ব্যবস্থাপক আনিসুর রহমান জুয়েল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের কাছে এসব সুরক্ষাসামগ্রী প্রদান করেন। এর মধ্যে রয়েছে—কেএন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ওরস্যালাইন এবং হ্যান্ড স্যানিটাইজার। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যসামগ্রী হস্তান্তরকালে আনিসুর রহমান জুয়েল বলেন, সামাজিক দায়িত্বপালনের অংশ হিসেবে এসএমসি এসব সামগ্রী প্রদান করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় এসএমসি পাশে থাকতে পেরে ভালো বোধ করছে।

ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সুরক্ষাসামগ্রী প্রদানের জন্য এসএমসিকে ধন্যবাদ জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসএমসি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,স্বাস্থ্য সুরক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close