reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মার্চ, ২০২০

করোনায় বন্ধ কওমি মাদরাসার ক্লাস

পরীক্ষা যথাসময়ে

করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় রেখে সব কওমি মাদরাসার ক্লাস বন্ধ থাকবে। তবে পরীক্ষা যথাসময়ে হবে।

মঙ্গলবার রাজধানীর শেখদি এলাকায় কওমি ছয় বোর্ডের সমন্বয়ে গঠিত আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সভায় এই সিদ্ধান্ত হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অফিসে এই সভায় সভাপতিত্ব করেন হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুস।

সভা শেষে তিনি বলেন, করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে সকল কওমি মাদরাসার ক্লাস বন্ধ থাকবে। ছাত্ররা পরীক্ষার প্রস্তুতিমূলক পড়াশোনা অব্যাহত রাখবে। পরীক্ষা যথাসময়ে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল প্রকার আজাব ও গজব থেকে হেফাজত করুন।

সভায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া, গওহরডাঙ্গার বেফাকুল মাদারিসিল কওমিয়া, চট্টগ্রামের আনজুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া, বগুড়ার আযাদ দ্বীনি এদারায়ে তালিম, বগুড়ার তানজীমুল মাদারিসিল কওমিয়া এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল আলেমরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,কওমি মাদরাসা,ক্লাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close