মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২০

পরীক্ষা ভালো না হওয়ায় উত্তরপত্র বাড়ি নিয়ে গেল পরীক্ষার্থী

মাগুরার মহম্মদপুরে গণিত পরীক্ষা ভালো না হওয়ায় মেহেদী হাসান মারুফ নামে এক পরীক্ষার্থী উত্তরপত্র বাড়ি নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার করে। এ ঘটনায় ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কেন্দ্র সচিব।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মারুফ উপজেলার বসুরধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়মিত ছাত্র। সে উপজেলার দীঘা ইউনিয়নের বিলঝলমল গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

কেন্দ্র সচিব ও উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সোবহান জানান, মঙ্গলবার এসএসসি’র গণিত পরীক্ষার দিন ছিলো। পরীক্ষা ভালো না হওয়ায় মারুফ কক্ষ পরিদর্শকের চোখ ফাঁকি দিয়ে পরীক্ষার উত্তরপত্র বাড়ি নিয়ে যায়। পরীক্ষা শেষে গণনায় একটি উত্তরপত্র কম পাওয়া গেলে সিসি ক্যামেরায় মারুফকে সনাক্ত করা হয়। সিসি ক্যামেরায় দেখা যায় মারুফ শরীরে পরিহিত কাপড়ের মধ্যে উত্তরপত্র নিয়ে যায়। পরে পুলিশ তার বাড়ি বিলঝলমল গ্রামে গিয়ে উত্তর পত্র উদ্ধার করে। এ ঘটনায় তাকে বহিষ্কার করা হয়েছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরীক্ষা,উত্তরপত্র,মহম্মদপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close