reporterঅনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট, ২০২১

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী

এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়।

ফেরদৌসী ছাড়াও মর্যাদাসম্পন্ন এ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের আমজাদ সাদিক, দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টিভেন মানসি।

ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ইমিউনোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উন্নয়নশীল দেশের শিশুদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধে ড. ফেরদৌসীর প্রচেষ্টা বিশ্বজুড়ে প্রশংসিত। কলেরা মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে যারা কাজ করেছেন, ফেরদৌসী তাদের অন্যতম।

বিজ্ঞানী ফেরদৌসী কাদরী ম্যাগসেসে কমিটির কাছে একটি ভিডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, আমি আনন্দিত ও সম্মানিতবোধ করছি। এই পুরস্কার আমি বাংলাদেশ, আমার জন্মভূমির প্রতি উৎসর্গ করলাম। সেসঙ্গে আমার প্রতিষ্ঠান আইসিডিডিআরবিকে উৎসর্গ করছি।

ফেরদৌসী তার বার্তায় বাকি জীবন জনস্বাস্থ্যের উন্নয়নে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন।

ম্যাগসেসের ওয়েবসাইট www.rmaward.asia-এ ২০২১ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ও তাদের অবদানের তথ্য তুলে ধরা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেরদৌসী কাদরী,ম্যাগসেসে পুরস্কার,বিজ্ঞানী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close