reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুন, ২০২১

আজকের এই দিনে

আজ ৬ জুন। ১৬৫৪ সালে সুইডেনের রানি ক্রিস্টিনার রাজসিংহাসন ত্যাগ।

১৬৬০ সালে সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধাবসান। ১৭৫২ সালে একটি ভয়ংকর অগ্নিকান্ডের ফলে মস্কোর ১৮ হাজার ঘরবাড়িসহ প্রায় একসঙ্গে তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়ে যায়। ১৮০১ সালে স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি সই। ১৮০৮ সালে নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন।

১৮০৯ সালে সুইডেনের সংবিধান প্রণয়ন করা হয়। ১৮৩৩ সালে আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনই প্রথম প্রেসিডেন্ট, যিনি ট্রেনে চড়েন।

১৮৪৪ সালে খ্রিস্টীয় যুবাদের দেহমন চেতনা বিকাশের জন্য এক আন্তর্জাতিক সংস্থা ওয়াই এমসিএ বা ইউএমসিএ লন্ডনে প্রতিষ্ঠিত হয়।

১৮৮২ সালে আরব সাগরে উত্থিত সাইক্লোনের আঘাতে বোম্বে শহরে লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে।

১৮৮৪ সালে ভারতের সেনাবাহিনী সে দেশের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণমন্দিরে অভিযান চালায় এবং প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।

১৯১৯ সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা।

১৯৩৬ সালে আজকের দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও।

১৯৫৬ সালে এর পাশাপাশি আকাশবাণী হিসেবে পরিচিতি পায়।

১৯৬৪ সালে ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ। কামুজাবান্দা প্রধানমন্ত্রী নিযুক্ত।

১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইকুয়েডর।

জন্ম : ৬৭৯ সালে হজরত উম্মে সালমা (রা.)। ১৫৯৯ সালে দিয়েগো বেলাসকেস, বিখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী।

১৮৫০ সালে কার্ল ফের্ডিনান্ড ব্রাউন, জার্মান পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক। ১৮৭৫ সালে জার্মান ঔপন্যাসিক ছোটগল্পকার ও প্রাবন্ধিক প’ল টমাস মান।

১৯০১ সালে সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।

১৯৩৫ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত তিব্বতের ধর্মগুরু দালাইলামা।

১৯৪০ সালে টাইগার ল্যান্স, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু : ১৭৫৫ সালে ফরাসি লেখক লুই সেন সিমুন।

১৭৭৭ সালে দীনহীন অবস্থায় অজ্ঞাতপরিচয় মুসাফিররূপে আজমীর শরীফের বাইরে বাংলার ভাগ্য বিড়ম্বিত নবাব মীর কাসিম আলী।

১৮৩২ সালে জেরেমি বেন্থাম, ইংরেজ দার্শনিক, আইনতত্ত্ববিদ এবং সমাজ সংস্কারক। ১৮৬৭ সালে কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত।

১৯১৯ সালে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক।

১৯৩৪ সালে দীনেশচন্দ্র মজুমদার ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯৬৮ সালে রবার্ট এফ কেনেডি, আমেরিকান রাজনীতিক এবং আইনজীবী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে,আজ ৬ জুন,ইতিহাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close