reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৫

মোহাম্মদপুরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তিন ছিনতাইকারীকে চাপাতি ও চাকুসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. ইসলাম সাইদুল (২৩), মো. সাগর (২৪) ও মো. ইমাম হোসেন (২১)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি চাপাতি ও ২টি চাকু জব্দ করা হয়।

র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইসলাম সাইদুলের নামে বিভিন্ন থানায় ৪টি ছিনতাই মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close